• সাহিত্যে

    ‘পাপের চেহারা’ কলমে: প্রণব মন্ডল

      প্রতিনিধি ১ জুন ২০২২ , ৯:৩২:১৯ প্রিন্ট সংস্করণ

    কবিতা-পাপের চেহারা
    কলমে: প্রণব মন্ডল

    পাপের চেহারা মশি লিপ্ত কুৎসিত ভয়ংকর,
    কুলসিত করে আত্নারে বসি মরে যায় অন্তর ।
    শান্তির লোভে করিলে পাপ অশান্তি আসে মনে,
    অন্তর মাঝে যন্ত্র বাজে কেঁপে ওঠে তার ক্ষনে ক্ষনে।
    আত্না হলো আরশ তুল্য হোক নর বা নারী ,
    স্বচ্ছ অতি পাতলা বটে কম্পিত হয় তাড়াতাড়ি ।
    করিলে পাপ অন্তরে এসে কালো দাগ যায় ছেয়ে,
    আষ্ঠে পিষ্ঠে বেঁধে ফেলে তারে অন্ধকার আসে ধেয়ে।
    হিতাহিত জ্ঞান তিরোহিত হয় মন্দ হয় শোভনীয়,
    থাকে নাকো ভয় স্রষ্টা র প্রতি পাপ হয় লোভনীয় ।
    পূণ্য আনে প্রশান্তি দূর হয়ে যায় অসুর,
    চেহারাতে বটে নূর এসে ফোঁটে আনন্দ ভরপুর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ