• রাজশাহী বিভাগ

    ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৩:২৯:৫০ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার:

    পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণ প্রকল্প অবিহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ২ জানুয়ারি ২০২২ ধামইরহাট উপজেলা কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী বিভাগীয় সমন্বয়ক সুদীপ কুমার হাঁসদার উপস্থাপনায় প্রাণবন্ত ও ফলপ্রসু ছিল এ সভা।

    সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ কে চেয়ারপারসন
    লারজুস মার্ডি কে সেক্রেটারি মনোনীত করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী চার বছর এই কমিটি ওয়েভ ফাউন্ডেশন এর সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে ক্ষৃদ্র নৃ-গোষ্ঠী,হিজড়া,দলিত ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে। আর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

    উল্লেখ্য ওয়েভ ফাউন্ডেশন দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রিস্টিয়ান এইড এর সহযোগিতায় সারা দেশের ৮ জেলার ৭৩ টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ