• আইন ও আদালত

    দুমকিতে লাঙ্গলে সিল পেটানোর ভিডিও ভাইরাল

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ৯:১৩:১৯ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধি:

    পটুয়াখালীর দুমকিতে ২২নং জামলা-গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বরত সহকারি প্রিজাইডং কর্মকর্তার লাঙ্গলে সিল পিটিয়ে বাক্স ভর্তি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলার আওয়াজ (Banglar AWAZ) নামের একটি ভেরিফাইড আইডি থেকে পোষ্ট কৃত ভিডিওতে ভোটকেন্দ্রের একটি বুথের মধ্যে জসিম উদ্দিন নামের একজন জাতীয় পার্টির কর্মীকে ব্যালট পেপারে সিল মারতে এবং নির্বাচনী দায়িত্বরত সহকারি প্রিজাইডিং কর্মকর্তা জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: হাবিবুর রহমানকে লাঙ্গল মার্কায় সিল পেটানো ব্যালটগুলো দ্রুততার সাথে বাক্সে ঢুকাতে দেখা গেছে।

    এভাবেই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে ৪টি, শ্রীরামপুর ইউনিয়নে ২টি ও মুরাদিয়া ইউনিয়নে ২টি কেন্দ্রে ভোট পেটানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টির একটি বাহিনী বিভিন্ন কেন্দ্রে ঢুকে অবাধে ব্যালট পেপারে সিল পিটিয়ে লাঙ্গলের বিজয় নিশ্চিত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে ২২নং জামলা-গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল ছত্তার আকন বলেন, সিল পেটানোর কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। সহকারি রিটার্নিং অফিসার অনামিকা নজরুল বলেন, আমি ভিডিও ভাইরালের বিষয়টি দেখি নাই। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ