• Uncategorized

    দীর্ঘ ৮ বছর আগে হারিয়ে যাওয়া এক সন্তান কে ফিরিয়ে আনলেন মানবিকতার সেবক রাওনার চেয়ারম্যান।

      প্রতিনিধি ২ মে ২০২১ , ৩:২২:৫২ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল-গফরগাঁও প্রতিনিধি।

    মা” হারা ছেলেটির ব য়স তখন ৫ বছর নাম আবিদ হাসান হালিম বাড়ি থেকে রাগ করে বেড়িয়ে পরেন ২০১৩ সনের কোন একদিনে । পরবর্তীতে বহু খোজখুজি করেও মেলেনি আর সন্ধান ছেলেটির। এভাবে চলে যায় দীর্ঘ ৮ বছর। হটাত পরিবারের তারা জানতে পারেন ছেলেটি আছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সমাজ সেবা অধিদফতর কতৃক পরিচালিত সরকারি আশ্রয়কেন্দ্রে আছে। ছেলেটির মা বাবা কেউ বেচে না থাকায় পরিবারের অন্য সদস্যগন আনতে রাজী হচ্ছিল না ছেলেটিকে।

    ঠিক তখনি চেয়ারম্যান শাহাবুল আলম বিষয়টি জানতে পারে জেনে গফরগাঁও থানায় যোগাযোগ করে সাধারন ডায়রি করে ছেলেটিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে শুধু তাই না আজ ভোর বেলায় সেহরী খেয়ে রওনা হয় ছেলেটিকে আনতে নারায়নগঞ্জের উদ্যেশ্যে। আশ্রয়ন কেন্দ্রে গিয়ে সেখানের উপপরিচালক কামরুন নাহার আরজুর সাথে সকল অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে আসেন ছেলেটিকে।নিজ বাড়িতে ৮ বছর পর ফিরে এসে ছেলেটি আনন্দে আত্বহারা এলাকায় ব্যাপক উতসাহ উদ্দিপনা আনন্দ বিরাজ করছে। আসলেই মানবিকতার প্রশ্নে শাহাবুল আলম চেয়ারম্যান এক উজ্জল দৃষ্টান্তের নাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ