• রংপুর বিভাগ

    দীর্ঘ ২৭ বছর পরে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ১২:১২:৪৪ প্রিন্ট সংস্করণ

    আল শাহরিয়ার জিম-ভ্রাম্যমাণ প্রতিনিধি:

    ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার অনুষ্ঠিত হলো রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকালে রংপুর জিলা স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।অনুষ্ঠানে এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য,শ্রী রমেশ চন্দ্র সেন,শাহাজান খান,কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলিগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা ও যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ বাস্তবায়নের লক্ষে দেশের সকল শ্রেনী পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবক ও যুব মহিলাদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলাই যুবলীগের লক্ষ্য উদ্দেশ্য। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন রংপুরের উন্নয়নেই বলে দেয় আগামীতে নৌকায় হবে এদেশের উন্নয়নের কান্ডারী।জিলা স্কুল মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারায় আমি আনন্দিত।এই সম্মেলনের মধ্য দিয়ে একটি নতুন নেতৃত্ব আসলো। সেই নেতৃত্ব আরও সুশৃঙ্খল ও সুসংগঠিত হবে।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জিএস ওয়াসিমুল বারী শিমু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষিণ চন্দ্র রায়, যুবলীগ নেতা মিজানুর রহমান মায়া, জেলা যুবলীগের সদস্য মাসুদ রানা বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল হাসান লিউ, যুবলীগ নেতা সজিব মমতাজ, রাহেল চৌধুরী পিন্টু, যুবলীগ জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক হাসানুল কবীর তুহিন ও সাধারণ সম্পাদক পদে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান শাহিন, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ডা. লুৎফে আরা রনি, যুবলীগ নেতা ডিজেল আহমেদ, শহর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাহফুজার রহমান বুলেট প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ