• রংপুর বিভাগ

    নীলফামারীতে ইম্পেক দলের লিডারদের নিয়ে ইম্পেক প্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১ , ৪:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপিসির সভাকক্ষে’ সমাজের শান্তি স্থাপন ও উন্নয়নের লক্ষ্যে গত ৯ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী নীলফামারী এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী ইম্পেক দলের লিডারদের নিয়ে ইম্পেক প্লাস প্রশিক্ষণের আয়োজন করে।প্রশিক্ষণের বিভিন্ন এলাকার ২০জন কিশোর-কিশোরীর অংশগ্রহণ করে।

    তিন দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা নেতৃত্বদানের গুণাবলী, সমস্যা চিহ্নিতকরণ,সমাধানের কৌশল, এলাকায় শান্তি স্থাপন ও এলাকার উন্নয়ন জ্ঞান ইত্যাদি আহরণ করেন।
    নীলফামারী এরিয়া কো-অর্ডিনেটর অফিসার মৈত্রী স্নাল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল নীলফামারী এরিয়া কো-অর্ডিনেটর অফিস।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ