• Uncategorized

    নীলফামারী প্রতিবন্ধী গুলজার রহমান এর পাশে সাহায্য হাত বাড়িয়ে দিলেন MSF

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ১০:১০:২৭ প্রিন্ট সংস্করণ

    MSF-নিউজ ডেক্সঃ

    নীলফামারী প্রতিবন্ধী গুলজার রহমান এর পাশে সাহায্য হাত বাড়িয়ে দিলেন মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন(MSF) এর গর্বিত সদস্যগণ তারা সকলে মিলে নীলফামারী জেলায় পুরাতন ইস্টিশন রোড,দুলিয়ার বাজার দোলাপাড়া গ্রামের প্রতিবন্ধী গুলজার রহমান এর একমাত্র অায়ের উৎস একটি মুদি দোকান  অাগুনে পুড়ে নিশেষ হয়ে যায় এবং তিনি এই দোকানের উপর নির্ভরশীল হয়ে তার পরিবার পরিজনের সবার মুখে অন্ন যোগার করে দেন।

    কিন্তু অাগুনে পুড়ে তার নিত্যদিনের চলার একমাত্র সম্বল টা হাড়িয়ে পথে বসে যার এবং সেই অাগুনে পুড়ে যাওয়া ঘর্টনা পৌঁছে যায় মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন(MSF) এর রংপুর বিভাগের সাধারণ সম্পাদক চয়ন বায় এর কাছে তিনি জানান অামি খবরটা পাওয়া মাত্রই রংপুর বিভাগের MSF-এর সভাপতি বিদ্যুৎ চন্দ্র  বর্মন সহ অনেকে সাথে অালোচনা করে নীলফামারী জেলায় প্রতিবন্ধী গুলজার রহমান এর জন্য তারা কিছু কাজ করবেন।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন(MSF) এর রংপুর বিভাগের সাধারণ সম্পাদক চয়ন বায় এর অাহ্বানে রংপুর বিভাগ সহ নীলফামারী জেলার  নাছিফ মাহমুদ গাজি-সভাপতি নীলফামারী জেলা, জাহিদ হাসান-সহ-সভাপতি নীলফামারী  জেলা, মনির হোসেন-প্রচার সম্পাদক, সূব্রত রায়-নীলফামারী সদর উপজেলা সভাপতি সহ অারো অনেকে মিলে একবাঁধ টিন ক্রয় (কিনে) উপহার সরূপ সাহায্যর হাত বাড়িয়ে দেন।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও লেখকঃ শিহাব বলেন রংপুর বিভাগ ও নীলফামারী জেলা কমিটির সদস্যদের তিনি এই মহান কাজের জন্য তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কমটির সদস্যবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানায় (MSF) নিয়ে তাদের কার্যক্রম গুলো যেনো অারও এগিয়ে নিয়ে যেতে পারে এই অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (MSF) এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ অামজাদ সরকার জানান (MSF) নিয়ে তাদের পরিকল্পনা অাছে যেনো কমিটির সকল সদস্যের মাধ্যমে MSF যেনো পরিচিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা পালন করতে পারে এবং তিনি  কমিটির সকলের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানায়।

    মানব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’র কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সি:যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিমন, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক চয়ন রায় সহ কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সহ তারা বলেন MSF নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক একনামে যেনো দেশের সবার কাছে পরিচিত একটা স্বেচ্ছাসেবী নামে পরিচিতি লাভ করে এবং অামরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি অাগামী দিনেও যেনো অামাদেন কার্যক্রম অবহৃত থাকবে মানব কল্যাণে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ