• Uncategorized

    “টিকিট যার,ভ্রমন তার”

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ৪:২৭:৫৪ প্রিন্ট সংস্করণ

    আগামী ২৮ এপ্রিল থেকে নতুন দিগন্তে পা রাখতে চলেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন থেকে কোন ব্যাক্তি নিজের নামে টিকেট ক্রয় ব্যাতীত অন্য কারও নামে করা টিকেট দিয়ে আর ভ্রমন করতে পারবেন না। অর্থাৎ ট্রেনে ভ্রমন করতে চাইলে অবশ্যই নিজের নামে টিকেট কাটতে হবে। নিজের নামে বলতে নিজের এনআইডি দিয়ে টিকেট কাটতে হবে।

    ট্রেন ভ্রমনের সময় চেকিং চলাকালীন সময়ে যদি কোন ব্যাক্তির সাথে তার ক্রয় করা টিকেটের তথ্য না মিলে তাহলে তাকে বিনা টিকেটের যাত্রী হিসেবে গণ্য করে জরিমানার আওতায় আনা হবে। অর্থাৎ আপনি টিকেট কেটেও জরিমানার সম্মুখীন হবেন।

    সুতরাং এখন থেকে ট্রেন ভ্রমনে টিকেট কাটতে সচেতন হোন। ভুলেও অন্য কারও নামে কিংবা অন্য কারও কাছ থেকে টিকেট কিনতে যাবেন না।

    অনলাইন টিকেট

    একটি আইডি থেকে সর্বোচ্চ ৪ টা টিকিট কাটা যাবে। যে আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করা হয়েছে যাত্রাকালে অবশ্যই সেই আইডির মালিক কে সাথে থাকতে হবে আইডির ফটোকপি নিয়ে। সকালন ৮ টা থেকে অনলাইন ও কাউন্টারে এক যোগে টিকিট পাওয়া যাবে।
    বিঃদ্রঃ ঈদ স্পেশাল ট্রেনের সকল টিকিট কাউন্টার এ পাওয়া যাবে, অনলাইন এ পাওয়া যাবে না।

    ঈদের টিকেট

    এবার ঈদের অগ্রিম টিকেট বিক্রিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে প্রধানতম হল- দেশের বিভিন্ন অঞ্চলের টিকেট ঢাকার বিভিন্ন স্টেশন থেকে দেয়া হবে। তাই ভুল করে কেউ সব টিকেট কমলাপুর স্টেশনেই পাওয়া যাবে মনে করে কমলাপুর স্টেশনে অযথা ভিড় করবেন না।

    আর টিকেট নেয়ার সময় কাউন্টারে আপনার এনআইডির ফটোকপি জমা দিতে হবে। বিস্তারিত নিচের ছবিতে পাবেন।

    বিঃদ্রঃ- আপনি আমার যত আপনজনই হন না কেন দয়া করে টিকেট পেতে কোন সহোযোগিতা চাইবেন না।

    ✍️ এস এম মিজান
    ট্রেন পরিচালক, ঢাকা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ