• রংপুর বিভাগ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ২২তম, রাবি তে ৪৫ তম হলেন পলাশবাড়ীর মেয়ে প্রিয়াংকা সরকার।

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২২ , ৯:৫৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবষে স্নাতক ১ম বষে সামাজিক বিঙ্গান অনুষদভূক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২তম হয়েছেন পলাশবাড়ী কৃতি সন্তান প্রিয়াংকা সরকার। জারির বি ইউনিটে ৬০হাজার এর অধিক পরিক্ষাথীর মধ্যে ২২তম হয়ে চমক দেখালেন প্রিয়াংকা।এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে৪০৬ তম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ৪৫তম এবল এ ইউনিটে ১২৪ তম স্থান অধিকার করেন। তিনি পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চবিদ্যালয় থেকে

    জেএসসি এবং এসএসসি তে এ+ পায় ও পলাশবাড়ী আদশ কলেজ থেকে এইচএসসি তে এ+ পায়। তার বাবা অনিল চন্দ্র সরকার ছিলেন পলাশবাড়ী স্বনামধন্য স্কুল ‘পলাশবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।মা মিনা রানী গৃহিণী। এ সাফল্যে প্রিয়াংকা ও তার মা বাবার সাথে সাংবাদিকরা কথা বল্লে তারা বলেন সবই সৃষ্টিকতা এবং পলাশবাড়ী বাসির আশিবাদে হয়েছে। তার ভবিষ্যৎ ইচ্ছার কথা জানতে চাইলে তিনি জানান ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হয়ে দেশ ও জাতির সেবা করতে চান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ