• জনপদ

    দীর্ঘ দিনের মরণফাঁদ আলেকজান্ডার টু সোনাপুর হাইওয়ে সড়ক

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২২ , ৪:৩৭:৫০ প্রিন্ট সংস্করণ

    মাহবুবুর রহমান-রামগতি উপজেলা প্রতিনিধি:

    আজাদ নগর মধ্য বাজারে এক বিশাল মরণ গর্ত, যেই গর্তে প্রতিদিন দুই চারটা এক্সিডেন্ট হয়। বিভিন্ন লোকের মাধ্যমে জনপ্রতিনিধিদের বলার পরও কোন সমাধান হয়নি। মানুষের এমন দূর্ঘটনা দেখে ‘‘বন্ধুমহল ফাউন্ডেশন’’ আজাদ নগর এর উদ্যোগে আজ গর্তটি ভরাট করা হয়, এতে মানুষের চলাচল সাময়িক স্বাভাবিক হলেও দীর্ঘ সময়ের জন্য নয়
    তাই আজাদ নগর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রাণের দাবি রামগতি উপজেলা প্রশাসন মহোদয়দের সু-দৃষ্টি কামনা করছি, যাতে করে এই রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পায়। সেই সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হলো আজাদ নগর বাজারের অবৈধ ফুটপাত উচ্ছেদ হলে,জনসাধারণ চলাচলের জন্য ভালো হয় এবং ড্রেনেজ ব্যবস্থা করলে রাস্তার অবস্থা আর এমন হবে না। এই বিষয়টি উপজেলা প্রশাসন মহোদয়গন আমলে নেওয়ার জন্য এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ রইলো

    বিশেষ কৃতজ্ঞতা জানাই আজাদ নগর উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয় নিজাম উদ্দিন ভাই। যিনি নিজের প্রতিষ্ঠানের ইট, কংকর দিয়ে সহযোগিতা করেছেন। আর বিশেষ ধন্যবাদ বন্ধুমহল ফাউন্ডেশন এর সদস্য বৃন্দদেরকে যাদের পরিশ্রম ও অর্থের মাধ্যমে একটি সামাজিক কাজ সম্পূর্ণ হলো। আসুন না আমরা আমাদের মায়ের মতো ভালোবাসি এই দেশটাকে, তাহলে তো জন্মাবে বুকে দেশপ্রেম।
    রোধ হবে দূর্নীতি, মনে জাগবে অনুভূতি। পরিবর্তন হবে রাজনীতি, দেশটাকে ভালোবাসি। তাহলেই পরিবর্তন হবে সমাজনীতি আসুন আমরা সবাই হাতে হাত রেখে আজাদনগর বন্ধু মহলের মত সবার মন মানসিকতা কে পরিবর্তন করে মানুষের সেবাই এগিয়ে আসি ধন্যবাদ আজাদ নগর বন্ধু মহলকে শুভকামনা রইল আজাদ নগর বন্ধু মহল এর জন্য

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ