• Uncategorized

    ভুমিকম্পে কাঁপলো দেশ

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২১ , ১২:২০:৩৭ প্রিন্ট সংস্করণ

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

    প্রাথমিকভাবে এর মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রা বলে জানা গেছে। সেই সঙ্গে এর উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি বলেও জানা গেছে।

    ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসিজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
    ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

    দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    এমএইচআর

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ