• আইন ও আদালত

    জলায় সাংবাদিক বরকত শিকদারকে হত্যার হুমকি।। থানায় সাধারণ ডায়েরি

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ২:১৪:২৬ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি

    বরিশালের হিজলায় দৈনিক বাংলাদেশ পত্র পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ বরকত শিকদার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য রোশনালে।

    ১২ ডিসেম্বর উপজেলার গোডাউন সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রির সংবাদ শুনে ছুটে যায় সাংবাদিক বরকত শিকদার।

    ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ঝন্টু বেপারী ১৩ ডিসেম্বর উপজেলা বাসস্ট্যান্ডে বরকত শিকদারকে গালিগালাজ করে হাত পা কেটে দেয়ার সহ হত্যার হুমকি প্রদান করে হুমকি দেয়।

    এ বিষয়ে সাংবাদিক বরকত শিকদার বাদী হয়ে হিজলা থানায় ইউপি সদস্য ঝন্টু বেপারীসহ চারজনের বিরুদ্ধে হিজলা থানায় সাধারন ডায়েরি করেছে।

    এর আগেও একবার সাংবাদিক বরকত শিকদারকে ইউপি সদস্য ঝন্টু বেপারী মারধর করে।

    এ বিষয়ে বরকত সব জানায় স্থানীয় ইউপি সদস্য ঝন্টু বেপারী এককছত্র ছায়া বিস্তার এবং স্থানীয় সকল ব্যবসা নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বলতে গিয়েই আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা চালায়। সাবেক ইউপি সদস্য জামাল তফাদার জানায় নির্বাচনের পরাজিত হওয়ার পরপরই তার সকল ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয় ঝন্টু বেপার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জানায় ঝন্টু বেপারী ও তার কর্মীদের অপকর্মের বিষয় কথা বলতে গিয়ে শুধু সাংবাদিক এই নয় স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি এরই মধ্যে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ