• জনপদ

    নিজস্ব অর্থায়নে নির্মিত ফিরোজ কবির বাঁধ

      প্রতিনিধি ২৪ জুন ২০২২ , ৫:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নে বৃ-নান্দিয়ারা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা নির্মিত হয়েছে প্রায় ৩৪০ ফুট।এই রাস্তা সংলগ্ন এবং ট্রেন রাস্তার ধার ঘেঁষে একটি খাল-খনন ছিলো যা বর্ষার পানি আসলে প্রায় তিনশতাধিক বসত-বাড়ী ঘরের লোকজনের চলাচল করা খুবই দুর্বিষহ ছিল।ঠিক বর্ষা আসার আগেই এলাকাবাসী যুবলীগ নেতা এস,এম মতিন আহম্মেদকে জানায়,আমাদের এই খাল থেকে ট্রেন রাস্তায় উঠার ব্যবস্থা হলে আমাদের জন্য ভালো হতো।

    এস,এম মতিন আহম্মেদ সকল প্রেক্ষাপট অবলোকন করে বর্তমান ৬৯ পাবনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবিরের কাছে জনগনের কথা তুলে ধরার সঙ্গে সঙ্গে নিজস্ব অর্থায়নে বাঁধ নির্মাণের নির্দেশনা দেন।এস,এম মতিন আহম্মেদ এই বাঁধ নির্মাণ কাজ শেষ করে নাম নির্ণয় করেন ফিরোজ কবির বাঁধ।

    ফিরোজ বাঁধ নির্মাণ শেষে জনগন সাংবাদিকদের জানিয়েছেন,আমাদের প্রতিটি দাবি রেখেছেন আমাদের এম,পি সাহেব আমরা আনন্দিত।ভবিষ্যতে আমাদের এম,পি সাহেব আরো বড় হয় এবং তার পিতার চেয়েও অনেক বড় মনের মানুষ।আবারো আমরা তাকে ভোট দিয়ে এম,পি বানিয়ে আনবো ইন-শা-আল্লাহ।আমাদের ভবিষ্যতে আরো বড় ধরণের কাজ উপহার দিতে পারবে এমন আশা করি সকল সময়ই।

    তিনি যখন রাস্তা ঘাট দিয়ে চলাচল করেন তার কোন ব্যক্তিগত প্রশাসন প্রয়োজন হয় না।তাকে দেখলে বোঝাই যায় না তিনি একজন এম,পি।আমাদের সাথে তিনি এখনো আছেন।আমাদের বৃ-নান্দিয়ারা গ্রামে নিজেই উপস্থিত হয়ে আরো দুইটি রাস্তা নির্মাণ করেছেন।আমাদের দুঃখ কষ্ট সকল কিছুই বোঝেন যার জন্য আজকে এস,এম মতিন আহম্মেদের মাধ্যমে ফিরোজ বাঁধ পেয়েছি।আমরা সাধারণ জনগন মনে করি আহম্মেদ ফিরোজ কবির আমাদের নেতা এবং গন-মানুষের নেতা,এমন মন্তব্য প্রকাশ করেন সাধারণ জনগন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ