• Uncategorized

    নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ আটক দুই

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ১১:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ

    নওগাঁয় ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএনআই।
    গত
    মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

    আটককৃতরা হলেন- কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

    জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।নওগাঁয় বিটকয়েন প্রতারণা চক্রের মূলহোতাসহ আটক দুই
    ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে তৎকালীন কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ