• রাজনীতি

    চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে শাহরাস্তিতে চেয়ারম্যান হলেন যারা

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৫:৫৩:১১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ

    বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চতুর্থ ধাপে চাঁদপুর শাহরাস্তি উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই ধাপে ১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।

    রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

    এতে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাহতাব উদ্দিন আহমদ ৫৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ রশিদ ৪৯৪৭ ভোট পেয়েছেন।

    সূচিপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ৬৩৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে হাবিবুর রহমান পাটোয়ারী পেয়েছেন ৫৯৯৫ ভোট।

    টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক দর্জি ৭১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আলমগীর কবির মজুমদার পলাশ পেয়েছেন ৬৩৮২ ভোট।

    টামটা দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক ৪২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন পেয়েছেন ৩৩৯৬ ভোট। এছাড়া
    নৌকা প্রতীক নিয়ে সফিকুর রহমানপেয়েছেন ২৮৫১ ভোট।

    মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ২৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে মোঃ মনির হোসেন পেয়েছেন ১১৯৩ ভোট।

    মেহের দক্ষিণ ইউনিয়নে ৩০৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রুহুল আমিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৩৪১ ভোট।

    রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫১১৩ ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন পেয়েছেন ৪৬৫৫ ভোট। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আঃ রাজ্জাক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাসার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪০৬ ভোট, আনারস প্রতীক নিয়ে মাহবুব আলম পেয়েছেন ২৯৫৮ ।

    চিতোষী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৬৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল পেয়েছেন ৪৭৩৫ ভোট।চিতোষী পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল আনারস প্রতীক নিয়ে ৫৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ইউসুফ পাটোয়ারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০২৪ ভোট।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ