• অর্থনীতি

    ঘাটনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

      প্রতিনিধি ১৫ মে ২০২২ , ২:৩৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:

    নওগাঁর পোরশায় ঘাটনগর ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উন্মুক্ত বাজেট পাঠ করেন ঘাটনগর ইউনিয়ন সচিব আশরাফুল ইসলাম। ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৪,৯৯, ৪২৯ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৪, ৯৯, ৪২৯ টাকা বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪,৫৪,২৬,৬০০ টাকা বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪,৯৯,২৬, ০২৯ টাকা। বাজেট সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি ইউনিয়ন পরিষদের সকল সদস্য,‌ গ্রাম আদালত সরকারি ও গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    উক্ত বাজেটে চেয়ারম্যান বজলুর রহমান জানান ঘাট নগর ইউনিয়নকে পোরশা উপজেলার একটি মডেল ইউনিয়ন হিসেবে তুলে ধরতে চাই। গতবারের অসমাপ্ত কাজ সমূহ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। এছাড়াও পানি পয়ঃ ব্যবস্থাপনা চিকিৎসা বাসস্থান সুষম উন্নয়ন করে দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে ঘাটনগর ইউনিয়নকে নওগাঁ জেলার মধ্যে রোল মডেল হিসেবে তুলে ধরতে চাই। সেই সাথে উপস্থিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে থেকে সবার সহযোগিতা কামনা করেন। সেই সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে সালাম জানিয়ে বাজেট পরিসমাপ্তি ঘোষণা করা হয়।বজলুর রহমান টানা দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়ন বাসিকে ধন্যবাদ এর সাথে যেকোনো আপদে-বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ