• সাহিত্যে

    “কবি নজরুল কলেজে একদিন” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২২ , ৬:২৪:০৮ প্রিন্ট সংস্করণ

    কবি নজরুল কলেজে একদিন
    কবি-শিহাব আহম্মেদ

    শিক্ষার্থীদের কাকুলিতে-
    ক্যাম্পাসে যেনো বসেছে মেলা,
    ঘনো ঘনো শব্দে ভরে গেছে প্রাঙ্গন-
    নতুর প্রবাদের ছড়া কেটে সারাবেলা।

    আজ এই মুখরিত দিনে-
    দেখেছি কত মানুষের জীবন,
    কেউ চুপচাপ, কেউ ভাবুক-
    কারো হাসি খুশি উৎফুল্ল মন।

    মেধাবীদের নিয়ে যেন-
    আজ বসেছে মেলা,
    সনামধন্য এই কলেজে-
    চলছে মেধার খেলা।

    শিক্ষকরা দেশের সেরা-
    জ্ঞানের জগতে রাজত্ব,
    দেশের মেধাকে জাগ্রত করাই-
    তাদের একমাত্র ব্রত।

    ক্যাম্পাসে দেখি উন্নয়নের ছোঁয়া-
    শৃঙ্খলা দেখি ক্লাসরুমে,
    পাঠ্যবইয়ের বাইরেও অনেক কার্যক্রম-
    ছাত্ররাও আগ্রহী পুরোদমে।

    দেখতে দেখতেই বাজে ছুটির ঘন্টা-
    ক্যাম্পাস হয়ে যায় শান্ত,
    আবার কখন ফিরবো এই স্বপ্নের জগতে-
    এই ভাবনায় মস্তিষ্ক ক্লান্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ