• Uncategorized

    ওসির সাথে  মনোমালিন্য জেরে ইন্সপেক্টর অন্যত্র থানায় বদলীর  আদেশ

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৫:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

     

    মোহাম্মদ সাদ্দাম হোসেন মুন্না-স্টাফ রিপোর্টারঃ

    সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনজার্চ (ওসি)কামরুল ফারুকের সাথে ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারের সাথে মনমালিন্য হয় । ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কক্ষের সামনে দুই জনের মধ্যে কথা কাটাকাটি মনমালিন্য হয়। এসময় থানার অন্যান্য অফিসাররা এসে পরিস্থিতি শান্ত করেন।

    পরে বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল আলম সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদারকে সোনারগাঁও থানায় বদলীর আদেশ দেন। এদিকে সন্ধ্যায় জেলা পুলিশের উধর্তন কর্মকর্তারা সিদ্ধিরগঞ্জ থানা পরির্দশন করেন।

    থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কক্ষের সামনে দুই জনের মধ্যে  কথা কাটাকাটি মনমালিন্য হয়। তাদের দুই জনের এই ঝগড়া  সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট চলে।

    এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলসহ অন্যান্য অফিসাররা এসে উভয়কে শান্ত করেন। পরে বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল আলম সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদারকে সোনারগাঁও থানায় বদলীর আদেশ দেন।

    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আমাদের বদলীর চাকুরী বদলী করছে তাই সোনারগাঁও থানায় চলে আসছি। মাঝ খানে কিছু লোকের সাথে পরিচয় হইছে।

    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ওসি স্যার ও অপারেশনের মধ্যে একটু কথা কাটা কাটি হয়েছে। তাছাড়া অন্য কিছু না।

    সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনজার্চ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারের সাথে তেমন কিছু হয়নি। তাকে সোনারগাঁও থানায় বদলীর বিষয়ে শুনেছি তবে এখনও কাগজ হাতে পাইনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ