• রাজশাহী বিভাগ

    পত্নীতলায় জোর পূর্বক কবরস্থানের জায়গা দখলের অভিযোগ

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ

    কাওছার হাবিব-স্টাফ রিপোর্টার:

    নওগাঁর পত্নীতলায় ১ নং ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে ইছাপুর গ্রামে অনিয়ম করে প্রতিদিন জোড় পূর্বক গরু বাধাঁর অভিযোগ উঠেছে জানা যায় মৃত মোঃ আনিসুর সরদার এর ছেলে মোঃ সালাম সরদার ( মন্টু) ৪০ সরজমিনে গিয়ে দেখা যায় গত কয়েক মাস থেকেই কবর স্থানের এক দিকে বেশ কিছু জায়গা দখল করে গরু বাঁধে  সেখানে ৪ টি গরু বাঁধে। আরো বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগিয়ে বসবাস করে আসছেন।

    অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ করলে বলেন আমি মানি যে এটা কবরস্থান আমি কবরস্থানের এক সাইটে কিছু জায়গা নিয়ে বাঁধি যেখানে গরু বাঁধি সেখানটায় কবরস্থ করা হয়নি এখনো, বিধায় গরু বাঁধি, আর কবর দেওয়া হলেও আমি গরু বাঁধব আর ভবিষ্যৎয়েও বাঁধব আরও বলেন এতে আমার যা হয় হক,আমি কাউকে মানিনা তিনি এমন কথা বলেন।

    এই বিষয়ে অভিযুক্ত কে কেউ বাঁধা দিতে গেলে তিনি ভয় দেখান সবাইকে মারার হুমকি দেয়, ক্ষমতাশীল তাই তার সঙ্গে কেউ হুমকির ভয়ে বাঁধা দেয়না, এ বিষয়ে গ্রামের মন্ডল পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করলে জানান আমরা সতর্ক করছি এরপরও যদি এমন কাজ করে তাহলে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ