• আইন ও আদালত

    মহাদেবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ১১:১৪:২২ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে নতুন থানা ভবনে আয়োজিত আলোচনা সভায় মহাদেবপুর সার্কেলের নবাগত সহকারি পুলিশ সুপার জয় পদ পাল প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন এতে সভাপতিত্ব করেন। এএসআই শাহীন আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শ্রী অজিত কুমার মন্ডল, সাংবাদিক আককাস আলী প্রমুখ।

    এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাংবাদিক আইনুল হোসেন, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক মোখলেছুর রহমান, সাংবাদিক আমিনুর রহমান খোকন, সাংবাদিক মাহবুব হোসেন, সাংবাদিক সুমন কুমার বুলেট, সাংবাদিক শামীম হাসান বিভিন্ন ইউপি সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ