• Uncategorized

    শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ৪:৩২:৪৫ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম-মাইজভান্ডারি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে লগডাউনে দোকান খোলা রেখে, মাস্ক না পড়ায় এবং কাগজ বিহীন মটর যান চালিয়ে
    আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১৩ জনকে ৪ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার বিকেলে দিকে উপজেলার বালাশুর ও আলামিন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।

    দেশব্যাপী চলমান লগডাউনে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে সরকার।এর প্রেক্ষিতে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এই সময় মাস্ক না পড়ায়, লকডাউনে দোকান খোলা রাখায় এবং কাগজপত্র বিহীন গাড়ী চালানোর অপরাধে ১৩ জনের কাছ থেকে ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।এসময় উপস্থিত ছিলেন, শ্রীনহর এস,আই কৃত্তিবাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ