• Uncategorized

    বিয়ের আয়োজন, ৫ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৪:৪১:১৭ প্রিন্ট সংস্করণ

    মো: তুহিন ফয়েজঃ

    স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় বর পক্ষকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার ৩ এপ্রিল দুপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে রঙ্গুখারকান্দি গ্রামে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, ইতোমধ্যে করোনা প্রতিরোধে চাঁদপুর জেলাকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    তিনি আরও বলেন, বিকাল ২ টার সময় বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম তারা স্বাস্থ্যবিধি মানছে না। ২ শতাধিক বেশি লোকজন নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তাই এই অনুষ্ঠানে বর পক্ষকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    এছাড়াও উপজেলার লধুয়া, মোহনপুর সহ বিভিন্ন স্থানসহ ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয় এবং সতর্কতামূলক প্রচারণা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ