• সাহিত্যে

    “এনেছি স্বাধীনতা” কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ৩:৫৭:২০ প্রিন্ট সংস্করণ

    কবিতা: এনেছি স্বাধীনতা
    কলমে-কণা মির্জা

    রক্তাক্ত সূর্য দেখেছি
    রাজপথ অলি গলি,
    করেছে রক্তে প্লাবিত
    ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট।
    স্বাধীনতা এনেছে, বেওরিশ সন্তানের স্বাধীনতা
    ভাইয়ের রক্তে প্লাবিত রক্তাক্ত স্বাধীনতা
    বিধবা মায়ের চোখের জলে স্বাধীনতা।

    পঙ্গু বাবার হুইল চেয়ারে স্বাধীনতা
    ধর্ষিতা মায়ের লজ্জা স্বাধীনতা
    অর্ধ-উলঙ্গ ধর্ষিতা রমণীর মুখে স্বাধীনতা
    ভোরের শিশির কুয়াশা কাটিয়ে সোনাঝড়া রোদ্দুর স্বাধীনতা।
    লক্ষ শহীদের রক্তের দানে হে স্বাধীনতা
    পরাধীনতার শিকল ভাঙ্গা হে স্বাধীনতা
    আমাদের অধিকার আদায়ের ভাষা স্বাধীনতা
    আমাদের অহংকার মাতৃভূমি স্বাধীনতা।

    জলন্ত আগুনে পুড়তে দেখেছি
    বাবার লাশের পাশে মায়ের লাশটি,
    পুড়ে ছারখার আশপাশ বাড়ি
    ছোট বোনের আকুতি শুনেছি,
    দেয়ালের পাশ ঘেসে লুকিয়ে ক্রন্দনে
    আমি লিখে রেখেছি,
    আমার প্রিয় কবিতাটি
    এনেছি স্বাধীনতা– নামটি।
    দীর্ঘজীবী হও, তুমি গর্ব, তুমি মহান হে স্বাধীনতা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ