• Uncategorized

    উল্লাপাড়া পৌরসভায় আগামীকাল ১৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৩:৪১:৫৪ প্রিন্ট সংস্করণ

    উল্লাপাড়া পৌরসভায় আগামীকাল ১৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) উল্লাপাড়া পৌরসভার ১৭ টি কেন্দ্রে সকাল ৮টায় ব্যলটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলবে। উল্লাপাড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫০৩ জন এর মধ্যে নারী ভোটার ১৭ হাজার ৩৪৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ১৫৮ জন৷ উল্লাপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র পৌর আঃলীগের সভাপতি এসএম নজরুল ইসলাম (নৌকা),বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন বিএনপি মনোনীত (ধানের শীষ),স্বতন্ত্র বেলাল হোসেন বিএনপির বিদ্রোহী (মোবাইল) প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছে। এছাড়াও উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ড কাউন্সিলর ও ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনার মাসুদ রানা জানিয়েছে শুক্রবার বিকেলে পৌরসভার ১৭ টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী,ব্যলট বক্স,প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসার পাঠানো হয়েছে এছাড়াও সুষ্ঠু নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান ভোট কেন্দ্র গুলোতে ব্যলট পেপার নির্বাচনের ১ ঘণ্টা আগে পাঠানো হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ