• রাজশাহী বিভাগ

    উরাও দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৫:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    কাওছার হাবিব-নওগাঁ:

    পত্নীতলা উপজেলা আদিবাসী জনগোষ্ঠী আয়োজনে হাসেনবেগপুর গ্রামবাসী সহযোগিতায় হাসেনবেগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।০৩ অক্টোবর রোজ মঙ্গলবার,বিকাল ৪ঘটিকায়, উরাও দিবসের গুরুত্ব, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা উরাও দিবস উদযাপন কমিটির সভাপতি ও পত্নীতলা উপজেলা খ্রীষ্টান উপাসনা কমিটির সভাপতি, মিঃ জতিন টপ্য এর সভাপতিত্বে।
    প্রধান অতিথি পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ।

    বিশেষ অতিথি: হাসেনবেগপুর ধর্ম পল্লীর (সি এম সি) পাল পুরোহিত,ফাদার সুবল কুজুর। বাংলাদেশ উরাও রিচার্জ ডেভলপমেন্ট এসোসিয়েশন বড়দা,সাধারণ সম্পাদক,মিঃ বৈদ্যনাথ টপ্য। পত্নীতলা উপজেলার মধইল সি এম এল আর পি প্রোগ্রাম অফিসার,মোঃ একরামুল হক।জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,মি: নরেন চন্দ্র পাহান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা উপজেলা শাখার প্রচার সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার প্রচারও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শ্রী দিলিপ চৌহান।

    আলোচক: জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য ও বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখার সদস্য, মিঃ সুধীর তিকী । পত্নীতলা ইউনিয়ন পরিষদের সদস্য,মোঃ আব্দুস ছালাম।পত্নীতলা উপজেলা খ্রিষ্টান উপাসনা কমিটির সাধারণ সম্পাদক, মিঃ আনন্দ হেবব্রম। পত্নীতলা উপজেলা খ্রীষ্টান উপাসনা কমিটির সহ-সভাপতি,বাবু জোসেফ হেবব্রম। কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-
    সভাপতি ও শালডাঙ্গী সমাজ সেবক,মিঃ বিশ্বনাথ টপ্য।

    হাসেনবেগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোঃ জাহাঙ্গীর আলম। দিবর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,মিঃ মতিন বাস্কে। পত্নীতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ লোকমান হোসেন।শিক্ষক মিঃ পরিমল টপ্য, মিঃ পরিতোষ পাহান, মিঃ কালিপদ সহ আদিবাসী অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সংস্কৃতিক দলের প্রতিনিধি সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ