• Uncategorized

    পটুয়াখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার কারায় ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট পালন।

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৪:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী জেলা প্রতিনিধি

    পটুয়াখালী জেলায় ঔষধ ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স না থাকার কারনে ভ্রাম্যমান আদালতে জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছেন ঔষধ ফার্মেসী মালিক সমিতি।

    বুধবার (১৯ শে অক্টোবর ২২ ইং) তারিখ বিকাল আনুমানিক ৫ টার সময় পটুয়াখালী সদর রোডে অবস্থিত ২ টি ঔষধের দোকান লাজ ফার্মা ফার্মেসী পটুয়াখালী ড্রাগ এন্ড ক্যামিস্ট মালিক সমিতির সভাপতি মোঃ রাহাত হোসেন,এবং পটুয়াখালী মেডিক্যাল হল মালিক মোঃ জাহাঙ্গির হোসেন দুই ব্যাবসায়ী দাবী করেন মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট” ডিলিং লাইসেন্স” নামে এক ধরনের লাইসেন্স দেখতে চায় ঐ সময় দোকানদার লাইসেন্স দেখাতে না পারার কারনে যথাক্রমে তাদেরকে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় দুই ব্যাবসায়ীর দাবী, ডিলিং লাইসেন্স নামে কোন লাইসেন্স আছে তা আমাদের জানা নেই এবং সকল ঔষধ ব্যাবসায়ীগনের এক- ই- মত। এ ধরনের কোন লাইসেন্সের কথা তারা কোন দিন শুনেনি। ব্যাবসায়ীর জানেনা এমন ধরনের কাগজের জন্য জরিমানা করা অমানবিক এবং এক ধরনের অত্যাচার ছাড়া কিছুই নয়।

    তারা জানায়, আমাদের সাথে এরূপ অত্যাচার ও জুলুম চালাচ্ছে আমরা এর সুষ্ঠ তদন্ত সহ ,আদায়কৃত জারিমানার টাকা ফেরতের দাবীতে সকল ঔষধ ব্যাবসায়ীগন অনির্দিষ্ট কালের জন্য আমাদের দোকান বন্ধ রাখার ঘোষনা দিলাম বলে তারা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ