• Uncategorized

    জীবননগরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান ক্লিনিক বন্ধ

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২০ , ৪:০০:০৩ প্রিন্ট সংস্করণ

     

     

    নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গাঃ

    আজ ৩০/০৮/২০২০ ইং রোজ রবিবার

    জীবননগর – চুয়াডাঙ্গা  রোডের জীবননগর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের উভয় পাশে দুপুর  ০২ঃ০০ থেকে ৫ঃ০০ টা পর্যন্ত  জীবননগর থানা নির্বাহী কর্মকর্তা মুমিন লিংকনের নেতৃত্বে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

    লাইসেন্স না থাকা, নিয়মিত প্যাথলজিস্ট না দিয়ে সহকারী কে দিয়ে টেস্ট করানো ও রিপোর্ট দেওয়া,টেস্টের তালিকা অনুযায়ী মুল্য না লেখা, বিনা অনুমতিতে নিষিদ্ধ ডায়াগনস্টিক খোলা রাখা ও রোগী নেওয়া সহ বিভিন্ন অপরাধে #৪টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়, রানা এক্স-রে সেন্টার ও অংকন ডায়াগনস্টিক সেন্টার কে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ -১৯৮২ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

    #চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায়  স্বাস্হ্য বিধি অনুসারে  মাস্ক পরিধান না করার  অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন,২০১৮ এর ২৫(১) ধারায়  ১ টি মামলায় ২ জনকে   জরিমানা করা হয়, অনেককে সচেতন করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে  মাস্ক বিতরণ করা হয় এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ