প্রতিনিধি ১১ মে ২০২১ , ৩:৩৫:৫৩ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসেন রনি-নিজস্ব প্রতিবেদক:
সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপের আয়োজনে অসহায় ১৪০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার স্বনামধন্য বিদ্যালয়ের ‘সতীর্থ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়’ নামক গ্রুপ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়। রোববার (১০ই মে) ও সোমবার (১১ই মে) দুইদিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার৷
ঈদ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সতীর্থ গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব রুকন উদ্দীন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ও গ্রুপের উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, স্কুলের সহকারী শিক্ষক তপনচন্দ্র ভদ্রসহ আরো অনেকে।
আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে তথ্য যাচাই-বাছাইপূর্বক প্রকৃত সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন সতীর্থ জয়হরিয়ান স্বেচ্ছাসেবীরা। যাদের স্বেচ্ছাশ্রম ও পরিকল্পনায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন ফরহাদ খান, ইলিয়াস ইবনে মতিউর, সুমন পন্ডিত, বিপুল, নভেল, মুনিম, নাদিমুল্লাহ, ফয়সাল, আশিক, মেসি, রাহাত, তারেক, হানিফ, সুপ্তি, আকাশ, সাব্বি, শাওন, সাকিন, সাব্বির প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে জানতে চাইলে গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ইমরান খন্দকার জানান, “সতীর্থ কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়’ গ্রুপটি বিভিন্ন শিক্ষামূলক ইভেন্টের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে কাজ করার চেষ্টা করে। ঈদ সামগ্রী বিতরণ ও তার ব্যতিক্রম নয়।”উল্লেখ্য ২০১৭ সালে গঠিত জয়হরিয়ানদের এই ফেসবুক ভিত্তিক গ্রুপটি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজ করে আসছে৷