• Uncategorized

    কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং সেন্টারে আটকে রেখে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৬:৩৬:২৪ প্রিন্ট সংস্করণ

     

    সাগর দেব নাথ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং সেন্টারে আটক রেখে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারেকুর রহমান নামে এক শিক্ষকের বিরুদ্ধে। রবিবার (৪ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩নং আদালতে অভিযুক্ত শিক্ষকসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    মামলাটি আমলে নিয়ে ৩নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম অভিযোগের বিস্তারিত শুনানির পর মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানাকে তদন্তের নির্দেশ দেন এবং অভিযুক্তদের গ্রেফতার করার আদেশ দেন।

    বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।অভিযুক্ত শিক্ষক তারেকুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লহ্মীপুর গ্রামের বাসিন্দা। সে সম্পর্কে ভুক্তভোগী শিক্ষার্থীর খালাতো ভাই।মামলার অভিযোগ থেকে জানা যায়, ছুটির পর কোচিং সেন্টারে আটকে রেখে ভুক্তভোগী ধর্ষণ করে অভিযুক্ত শিক্ষক তারেকুর।

    এ সময় ধর্ষণের ছবি ধারণ করে রাখে সে। পরে এসব ছবি ইন্টারেনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে তারেকুর। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।পরে স্থানীয় সালিশের মাধ্যমে ঘটনার মীমাংসার চেষ্টা করা হয়। বিচারে শিক্ষক তারেকুর সন্তান প্রসবের পরে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়।

    কিন্তু সম্প্রতি ভুক্তভোগী সন্তান প্রসব করলে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় তারেকুর।পরে রবিবার ভুক্তভোগীর বাবা তারেকুরসহ ৫ জনকে আসামি করে আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলো – চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লহ্মীপুর গ্রামের জসিম উদ্দিন, তারেকুর রহমানের ভাই তৌফিকুর রহমান, তৌহিদুর রহমান ও রমজান আলী ভূঁইয়া।

    আরও খবর

    ঝালকাঠি বিএমএসএফের সম্মেলন: সভাপতি আজমীর,সাঃসম্পাদক বাচ্চু ও সাংগঠনিক ইরান

    পাবনা শহরের কৃঞ্চপুরে ডিবি পুলিশের অভিযান অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানার সন্ধান কারখানা সিলগালা-২ লক্ষ টাকা জরিমানা

    শেরপুরের নকলার ৬নং পাঠাকাটা ইউপি’র সাধারণ সদস্য পদের উপনির্বাচন জমে উঠেছে

    প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পেলেন বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ৫ শতাধিক পরিবার

    স্বেচ্ছাসেবী সংগঠন রূপনগর সমাজ কল্যাণ সমিতি বাকলিয়া  থানা কমিটির উদ্যোগে অসহায় ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার ও মাস্ক বিতরণ

    মতলব উত্তর জহিরাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়ার নৌকার পক্ষে ২ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভা 

                       

    জনপ্রিয় সংবাদ