• Uncategorized

    ✍ ” মৃত্যুর দূত “-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ১:৪০:২৭ প্রিন্ট সংস্করণ

    মো, রাশেদুল  ইসলাম (রাশেদ)-চুয়াডাঙ্গা  জেলা প্রতিনিধিঃ

    ” কি যে অদ্ভুত মৃত্যুর দূত

    ” মহামারী করোনা ভাইরাস এলো,

    ” লক্ষ- লক্ষ মানুষের প্রাণ

    ” করোনায় কেড়ে নিল।।

    ” বিশ্ববাসী হও হুঁশিয়ার

    ” নাই ওরে কোন ভয়,

    ” করোনার সাথে যুঝবো আমরা

    ” করব করোনা জয়।।

    ” বাংলার মানুষ সদা সতর্ক

    ” প্রশাসন আছে সাথে,

    ” সর্ব পরি স্রষ্টা আছে

    ” সারাক্ষণ দিবা- রাতে ।।

    ” মুজিব কন্যা শেখ হাসিনা

    ” অতি সে বুদ্ধি মতি ,

    ” হতে দেবে না কোন মানুষের

    ” দুর্ভোগ-দুর্গতি।।

    ” বীর বাঙালি বাংলার মানুষ

    ” আমরা বীরের বংশ,

    ” জীবন দিয়ে করোনার জীবন

    ” আমরা করিব ধংশ।।

    ” প্রশাসনের আদেশ-নিশেদ

    ” চলব সবাই মেনে,

    ” করোনা নিপাত করতে অনেক

    ” কৌশল ফেলেছি জেনে।।

    ” লক্ষ-লক্ষ মরা মানুষের

    ” আসছে মিছিল ধেয়ে,

    ” করোনা ধংশ করতে আসছে

    ” আকাশের সিড়ি বেয়ে।।

    ” করোনারে তুই বিশ্ব ছেড়ে

    ” পালারে অচিন দেশে,

    ” বাংলার বীর অতি ভয়ঙ্কর

    ” তোর মৃত্যু ঘটাবে শেষে।।

    ⚘ ” আমাদের চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার করোনায় আক্রান্ত সকলেই এই আলোর সারথির জন্য দোয়া করবেন।

    আল্লাহ্ পাক যেন দ্রুত তাহার সুস্থতা দান করেন।আমিন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ