• Uncategorized

    “রক্তের ফেরিওয়ালা ” মিজানের উদ্যোগে ৩ হাজার ব্যাগ রক্তদান পূর্তি উপলক্ষে রক্ত যোদ্ধাদের নিয়ে মিলন মেলা

      প্রতিনিধি ১৭ মে ২০২১ , ২:৪০:২০ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:

    আজ নওগাঁর পত্নীতলায় আজ”রক্তের ফেরিওয়ালা ” মিজানের উদ্যোগে ৩ হাজার ব্যাগ রক্তদান পূর্তি উপলক্ষে রক্ত যোদ্ধাদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন পত্নীতলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা (টি এইচ ও)- ডা: খালিদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ( আর এম ও) ডা: দেবাশীষ রায়। তাদের বক্তব্য এর মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, একজন মানুষ রক্ত দান করলে, রক্ত দানকারীর, রোগীর তথা রোগীর পরিবার এর কতটা উপকার হয়। এবং মানবদেহে রক্তের ভূমিকা কি, কিভাবে তৈরি হয় এবং রক্তের মধ্যে কি কি থাকে।

    এই মহৎ কাজ একা একজন মানুষের উদ্যোগে শুরু হয়েছিলো (এ জেড মিজান) , আর এখন সেই সংখ্যা ১২০০ জন এ গিয়ে পৌঁছেছে, আর এই ১২০০ জনের রক্ত দানের সংখ্যা ৩১৩৮ ব্যাগ এ দাঁড়িয়েছে।এদের লক্ষ এই সংখ্যা ৩০,০০০০ লাখ এ যেন নিয়ে যেতে পারে। এই মহৎ উদ্যোগের মহান উদ্যোক্তা হলেন নজিপুর বাসস্ট্যান্ড এর সাধারণ সম্পাদক জনাব মোঃ এ জেড মিজান ।তিনি নওগাঁ (৪৭/২) এমপি জনাব শহিদুজ্জামান সরকার বাবলু ,ইউএনও লিটন সরকার ,টি,এইচ,ও,ডাক্তার খালিদ সাইফুল্লাহ ও ওসি সামসুল আলম শাহ ,এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ