• আইন ও আদালত

    ১লা মার্চ’২০২১ খ্রিঃ তারিখ কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পালিত হলো

      প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ১২:৩৭:১৪ প্রিন্ট সংস্করণ

    “পুলিশ মেমোরিয়াল ডে” ২০২১ তাঁদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য তাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়াও নিহতদের পরিবারের সদস্যগণ।

    শ্রদ্ধা নিবেদন শেষে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বর্ণঢ্য র্যা লি শহর প্রদক্ষিন শেষে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম।আলোচনা শেষে নিহতদের স্বজনদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মহোদয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, জনাব মোঃ শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই এবং জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম(সেবা), পুলিশ সুপার,

    সিআইডি, কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ