• Uncategorized

    উল্লাপাড়ায় এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা কৃষি ও কৃষকের স্বার্থে নির্মাণ করা হবে বেড়িবাধ

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ

    উল্লাপাড়ায় আজ শুক্রবার এলজিইডি’র আয়োজনে উপ-প্রকল্প বাস্তবায়ন অবহিতকরণ সভা হয়েছে। পুর্ণিমাগাতী ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে সকাল ১০টায় টেকসই ক্ষদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বিষয়ক এ সভা হয়। পুঠিয়া-ফলিয়া এফসিডি উপ-প্রকল্পে সদস্যদের নিয়ে কৃষি ও কৃষকদের স্বার্থে প্রায় পোনে আট কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাধ নির্মাণ প্রকল্পের কাজ শুরুর আগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি রেজাউল করিম তপন।

    প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, আব্দুল মমিন ভুইয়া, আক্তার হোসেন প্রমুখ। এলজিইডি সুত্রে আরো জানা যায়, উপজেলার ফলিয়া, পুঠিয়া, পুর্ণিমাগাতী ও ঘিয়ালা গ্রামের আবাদি মাঠের প্রায় ৫শ হেক্টর জমিতে বছরে একাধিক ফসলের আবাদে বন্যার পানি নিয়ন্ত্রণে বেড়িবাধটি নির্মাণ করা হবে। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা। প্রকল্পটি লেবার কন্ট্রাক্ট সিস্টেম (এলসিএস) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়া একই প্রকল্পে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে তিনটি স্যুইজ গেট নির্মাণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ