• Uncategorized

    কবিতা:পার্থক্য, লেখক ✍️ জুবায়েদ মোস্তফা

      প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ৪:০১:৪৭ প্রিন্ট সংস্করণ

    পার্থক্য
    ✍️ জুবায়েদ মোস্তফা
    ___________________
    সাদা কালো সবই খুব যতনে বিধাতা করেছে তৈরি,
    রূপের মোহে অন্ধ হয়ে, শুধু শুধু কেন এত বাহাদুরি?
    বিধাতার কোন সৃষ্টির উপর নেই যে কারো হাত,
    বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেন একে অপরকে করে আঘাত?

    বিধাতার কাছে সবই সহজ, ধ্বংস কিংবা গড়া,
    অযথা সকল পন্ডশ্রম, অবুঝের মত মানুষ চালায় সৌন্দর্যের মহড়া।
    নিজের চরকায় তেল না দিয়ে, অন্যের পিছে ছুটে যারা,
    নিজের আসল সত্তাকে কখনো চেনে না নিজেরা।
    মরীচিকার পিছে ছুটে বোকার স্বর্গে বসবাস করছে তারা।

    সৃষ্টি করলে ভগ্ন করা যায়, দিতে হয়না ভাঙ্গা-গড়ার পসরা,
    কিন্তু মানুষের তো একটাই হৃদয়, ভেঙ্গে গেলে আর তো লাগে না জোড়া।
    মানুষকে নিছক তুচ্ছ করে, অহেতুক যারা দেয় অন্যকে কষ্ট,
    তারাও একদিন হায় হায় করে, যখন হয় আপন সৌন্দর্য নষ্ট।
    বিধাতার সৃষ্টি সবাই শ্রেষ্ঠ, কেবল ভুল মানুষেরাই অন্যকে ভাবে নিকৃষ্ট।

    লেখকঃ জুবায়েদ মোস্তফা
    লোক প্রশাসন বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ