• সারাদেশ

    হিরিক চলছে পুকুর খননের

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৪:২৬:৩০ প্রিন্ট সংস্করণ

    Footer Logo

    বিশেষ প্রতিনিধিঃ

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে রাজশাহীর দুর্গাপুরে চলছে অবৈধভাবে পুকুর খনন। পুকুর খননকারী তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার সোহেল রানা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছেন না। ফলে অনেকটা নির্বিঘ্নেই চলছে পুকুর খননের মহোৎসব।

    অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিন-রাত সমানতালে চলছে পুকুর খননের কাজ। তবে স্থানীয় প্রশাসনের দাবি-পুকুর খননের খবরে ইতোমধ্যে অনেক জায়গায় নেয়া হয়েছে ব্যবস্থা। তার পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ অবৈধ কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই দুর্গাপুর উপজেলার আড়ইল ও কিশমত গনকৈড় বিলে পুকুর খনন করছে সোহেল রানা। অতি মুনাফালোভী ব্যক্তিদের এমন কর্মকাণ্ডে পরিবেশের চরম ক্ষতির ঝুঁকি রয়েছে বলে মনে করেন সচেতন মহল। এ বিষয়ে দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার জানতে চাওয়া হলে তিনি বলেন, অবৈধ পুকুর খননের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবো কোন অবৈধ কাজ করতে দেওয়া হবে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ