• রাজশাহী বিভাগ

    সুজানগরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪৬ টি ভূমিহীন পরিবার

      প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৮:১৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান শেখ হাসিনা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী, সহকারী কমিশনার (ভূমি)মিনহাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ফিরোজ আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ