• আইন ও আদালত

    সুজানগরে বিট পুলিশিং এর মতবিনিময় ও আলোচনা সভা

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৬:১৫ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    “আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য দিন,সেবা নিন।বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগর থানার আয়োজনে,৩ নং বিট চর মানিকদীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী নির্যাতন,বাল্য বিবাহ, ইভটিজিং,মাদক,জুয়া,চুরি, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মত বিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পাবনার সুজানগরের চর মানিকদীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। প্রধান বক্তার বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর আবু হানিফার সঞ্চালনায় আরো বক্তব্য দেন, পৌরসভার কাউন্সিলর মোসফিকুর রহমান সাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার, সাবেক কমিশনার নাদের আলী মোল্লা, সাবেক ইউপি সদস্য আকাই শেখ, শেখ ইব্রাহিম প্রমুখ। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন,বিট অফিসার সাব ইন্সপেক্টর দিপু মন্ডল সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ