• রাজশাহী বিভাগ

    সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ১২:১৩:২০ প্রিন্ট সংস্করণ

    “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মোঃ নুর কাজমীর জামান খান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে, উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার উপজেলার বিভিন্ন শুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দিনব্যাপী মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা। রোববার সকালে ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রা, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিদের পুরুস্কার বিতরণ, সোমবার প্রান্তিক মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। মঙ্গলবার অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। বুধবার উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান। বৃহস্পতিবার সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রদর্শনী চাষিদের উপকরণ বিতরণ এবং শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ