• শিক্ষা

    সুজানগরে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যর্থনা

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ৫:৫৩:১১ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা প্রসাশনের আয়োজনে,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের ছয় দিনব্যাপী সম্প্রারণ মাঠ সফর উপলক্ষে অভ্যর্থনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের, কৃষি সম্প্রসারণ লিংক বিভাগের ৪৮ জন শিক্ষার্থী ও প্রফেসর কে অভ্যর্থনা প্রদান করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ কানিজ ফারজানা। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে কৃষি, মৎস্য,প্রানিসম্পদ ও অন্যান্য জাতি গঠনমূলক দপ্তর দপ্তর গুলির উদ্দেশ্য, সাংগঠনিক রুপরেখা এবং কর্ম পদ্ধতির সঙ্গে পরিচয়, বিভিন্ন সম্প্রারণ কর্মকান্ডের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা, প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম বিশেষ করে নতুন উদ্ভাবিত প্রযুক্তি সমুহের সম্প্রারনের পদ্ধতি সম্পর্কে ধারণা, স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম একটি স্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সম্পর্কে ধারণা, উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারি দপ্তর সমুহের প্রধান ও অন্যান্য সহকারী বৃন্দের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি গ্রহনের ক্ষেত্রে কৃষক কৃষাণিরা ও গ্রামীণ যুব সমাজ যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে সে গুলো খুঁজে বের করা, বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবহিত করণ ও এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করা, গবেষণা প্রতিষ্ঠান সম্প্রারণের মাধ্যমে কৃষক পর্যায়ে যেভাবে যোগাযোগ সাধিত ও সর্বোপরি পর্যায়ে অবস্থিত বিভিন্ন জাতি গঠনমূলক দপ্তর সমুহে কিভাবে নিজেদের মধ্যে সমম্বয় সাধন করে সে সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ