• Uncategorized

    সিলেট রশিদপুরে দুটি বাসের মুখামুখি সংঘর্ষে ১১ জন নিহত অর্ধশতাধিক আহত

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৫৮:১৬ প্রিন্ট সংস্করণ

    সিলেট রশিদপুরে দুটি বাসের মুখামুখি সংঘর্ষে ১১ জন নিহত অর্ধশতাধিক আহত:

    সিলেটের রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ডাক্তার, বাস চালক ও হেলপার।ফায়ার সার্বিস ও স্হানীয়দের সহযোগিতা আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার ২৬ ফেব্রুয়ারি সকাল ৭ ঘটিকার সময় ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার রশিদপুর নামকস্থানে এনা পরিবহন-লন্ডন এক্সপ্রেসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব, ১৫-৩১৭৬ এবং সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ঢাকা মেট্রো ব,১৪-৭৩১১ দক্ষিন সুরমা’র রশিদপুর নামক স্হানে এলে মুখামুখি সংঘর্ষ হয়।

    এ বিষয়ে প্রত্যক্ষদর্শী লন্ডন এক্সপ্রেসের এক যাত্রী জসিম জানান যে, ঢাকা থেকে আসার পথে বার বার গাড়ির চালক ওভারটেক করছিলেন।আমরা কয়েকবার তাকে সর্তক ও করেছিলাম কিন্তু তিনি আমাদের কথা শুনেননি।
    সুমন নামের আরেক যাত্রী জানান, গাড়িতে যাত্রী ছিলেন ২৮জন। তাদের সবাই আহত হয়েছেন।

    এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি,মো: মনিরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
    ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি কুপাত আলী সরকার বলেন, ঘটনাস্থল থেকে আমরা এসে ১০জনকে উদ্ধার করেছি,তারমধ্যে ৭জন নিহত রয়েছেন।
    এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের সবার পরিচয় সনাক্ত করা যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ