• Uncategorized

    সিলেট এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলায় অনেক রাএি যাপন করে ছিলেন আজ সেই বাংলা ঘর অবহেলিত।

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২১ , ১২:২১:১৫ প্রিন্ট সংস্করণ

     

    দেলোয়ার হোসেন তরফদার-সিলেট বিভাগ ব্যুরো প্রধান।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিলেটে বিভিন্ন সময় উনার বন্ধু সিলেটের দক্ষিন সুরমার হাজী রসিদ উল্লার বাড়ীতে অনেক বার রাতি যাপনের খবর পাওয়া যায়,হাজী রসিদ উল্লা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বন্ধু, মুজিব সাহেব যখন তখন গোপন বৈঠক জন্য উনার বন্ধুর বাড়ী সিলেট কদমতলীতে চলে আসতেন।৬ দফা আনদোলনের সময় যখন সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু ভাষন দিচ্ছেন তখন সময়ে পাকিস্তানি বাহিনী পুরা পেনড়েল ব্যঙে দেয়,তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অনেকের বাড়ীতে নিতে চাইলে তিনি আর কোথায় না গিয়া উনার বন্ধুর বাড়িতে উঠেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার বন্ধু সিলেটের কদমতলীর হাজী রসিদ উল্লাহ কে উনি আদর বা সম্মানের সহিত ডাকতেন দক্ষিন সুরমার হাজীসাব বা সিলেটের হাজীসাব,এভাবে সিলেটে যত বার প্রোগ্রাম করছেন হাজী রসিদ উল্লাহ এই বাংলা ঘরে তিনি অবস্তান করতেন,তখন কার সময়ের সেই সিলেটের কদমতলীতে হাজী রসিদ উল্লাহ এই বাংলা ঘরে বসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার সব স্বপ্ন দেখতেন,যখন কোন সমস্যা আসতো শেখ মুজিবুর রহমান উপর তখনি মুজিব সাহেব চলে আসতেন উনার বন্ধু সিলেটের হাজীসাব কদমতলীতে হাজী রসিদ উল্লাহ বাড়িতে, এই বাংলাঘর সিলেট বাসীর দ্বাবি জাদুঘর হিসেবে রাখার জন্য,আজ শুধু এই বাংলা ঘর নিয়ে কিছু লিখলাম, বিস্তারিত জানতে পারবেন ধারাবাহিক প্রতিবেদনে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার বন্ধু সিলেটের হাজীসাব রসিদ উল্লাহ কে ছিলেন কিভাবে বন্ধু হলেন এবং রসিদ উল্লাহ পুরা পরিচয়,আশাকরি সাথে থাকবেন।বিস্তারিত জানতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ