• রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে বাবার স্বপ্ন বাস্তবায়নে হাতির পিঠে চড়ে

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২১ , ৬:১২:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত গ্রামের সাবেক ইউপি সদস্য রুবেল প্রামাণিকের ছেলে রতন প্রামাণিক (২৫) হাতির পিঠে চড়ে বিয়ে করেছে। প্রায় দেড় হাজার বরযাত্রী নিয়ে আনন্দঘন পরিবেশে এ বিয়ে অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার প্রায় দিনভর এ বিয়ের বউভাত অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রায় ৪ হাজার মানুষের খাবার আয়োজন করা হয়। বিয়ে অনুষ্ঠান দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়

    বরের বাবা সাংবাদিকদের জানান, বড় ছেলেকে হাতির পিঠে চড়িয়ে বিয়ে করানো হবে বলে প্রায় ২৫ বছর আগে কথা দিয়েছিলাম। নিজের ছেলের মতো ভাতিজা রতনকেও সন্তানের মতো মানুষ করেছি। সে আমাকে বাবা এবং আমার স্ত্রীকে মা বলেই ডাকে। বগুড়ায় একটি সার্কাস কোম্পানি থেকে দুইদিনে সেলামিসহ প্রায় ১৬ হাজার টাকা চুক্তিতে একটি হাতি আনা হয়। ওই হাতিকে গোসল করিয়ে শরীরে বর ও কনের নাম লিখে দেয়া হয়।

    গতকাল বৃহস্প্রতিবার দুপুরে এ হাতির পিঠে চড়ে ছেলে রতন বরযাত্রী নিয়ে একই এলাকার দিঘিসগুনা গ্রামের রইচ উদ্দিনের মেয়ে জোসনাকে (২০) বিয়ে করতে যায়। যৌতুকবিহীন এ বিয়েতে প্রায় ৫ ভরি স্বর্ণের গহনা দিয়ে বউমাকে ঘরে এনেছি। এ বিয়েতে দেড় হাজারেরও বেশি বরযাত্রী গিয়েছিল। শুক্রবার বউভাতের অনুষ্ঠানে ৪ হাজার লোকের আয়োজন করা হয়। এ স্বপ্ন ও কথাটি বাস্তবায়ন করতে পেরে এখন আনন্দিত বলে তিনি উল্লেখ করেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ