• Uncategorized

    বদলগাছী উপজেলা চত্তরের ২৮ টি আম গাছের মূল্য গোপন টেন্ডারে ডাক ২৭ হাজার টাকা ।

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ১১:২২:২৪ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-বদলগাছি উপজেলা নওগাঁঃ

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলা চত্তরের অতি পুরাতন ২৮ টি আম গাছ গত ১২ নভেম্বর সুগোপনে টেন্ডারে ২৭হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে।

    জানা যায় বন বিভাগের কর্মচারী নুর মোহাম্মদের ভাতিজা মোঃ নাঈম হোসেনের নিকট সর্ব উচ্চ মুল্য ২৭হাজার টাকা মূল্যে বিক্রয় করা হয়েছে। উক্ত গাছের মূল্য স্থানীয় কাঠ ব‍্যাবসায়ীদের মতে ২ লক্ষ টাকার ও বেশি। এবিষয়ে উপজেলা বন কর্মকর্তা আঃ হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তার মুল্য নির্ধারণের মধ্য দিয়ে সরকারী নিতী মালা অনুসরণ করেই  গাছ বিক্রয় করা হয়েছে।

    উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান জানান যথাযথ নিয়ম মেনে গাছ সর্ব উচ্চ মুল্যে বিক্রয় করা হয়েছে। নাঈম হোসেনের নিকট জানতে গেলে তার বাবা ইসলাম হোসেন বলেছেন সরকারি ভাবে সর্ব উচ্চ মুল্য দিয়ে গাছ ডেকে নিয়েছি।

    কতিপয় স্বচেতন ব‍্যাক্তি জানান জবাব দিহি তার সরকারের নির্দেশনা মোতাবেক ২লক্ষ টাকার ও বেশি মুল্যবান সম্পদ ২৭টাকা বিক্রয় থেকে কি সরকারি রাজস্ব খাতের কেউ নেই। বিষয়টি উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক তদন্তের জন্য নেক দৃষ্টি কামনা করেছেন।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ