• আইন ও আদালত

    সাপাহারে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিতরা

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ৯:৫৪:২০ প্রিন্ট সংস্করণ

    লোঃ শাহআলম-ক্রাইম রিপোর্টার:

    জাতীয় সংসদ নওগাঁ ৪৬-(১) আসন (পোরশা,সাপাহার,নিয়ামতপুর) নির্এবাচনী এলাকা। নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন এর কৃষ্ণসদা গ্রামে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পে নিয়ে কে বা কাহারা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এসময় ক্যাম্পের সামনে টাঙ্গানো নৌকা প্রতিক এর পোস্টার ও ব্যানার আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।

    স্থানীয় সুত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্যেরাতে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের পার্শ্বে ঐ গ্রামের মৃত এসতাব আলীর ছেলে মৎস্য চাষী ইলিয়াস হোসেন (৬০) তার বাজাজ সিটি ১০০ সি সি মোটরসাইকেলটি রেখে অদুরে পুকুরে মাছ ধরতে যান। মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি সহ বেশ কয়েকজন লোকজন। গিয়ে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের বাহিরে রাখা মটরসাইকেলটি কে বা কাহারা নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের ভিতর রেখে মোটরসাইকেল-এ আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।

    স্থানীয় লোকজন আগুন নিযন্ত্রণ করলেও দুবৃত্তের দেয়া আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীগন ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে শনিবার বেলা ১১টারদিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) সবুজ হোসেন ও সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশচন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ