• রাজশাহী বিভাগ

    মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন করলেন এমপি সেলিম

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ১:১৫:০০ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এমপি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের মুগরইল মোড় নামক স্থানে সড়কটির ফলক উন্মোচন করেন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় ৫০ লাখ টাকা ব্যয়ে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের মুগরইল মোড় থেকে স্কুল পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ এই স্কুল সংযোগ সড়কটি পাকাকরণ করে।

    উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্যা রাজিয়া বেগম, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সাবেক সভাপতি রাজু আহমেদ, সাবেক সভাপতি মশিউর রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

    শেষে মুগরইল স্কুল প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দানকালে এমপি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সব্বাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকা প্রতীক যেই নিয়ে আসুক, তার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ