• Uncategorized

    সিরাজদিখানে মুজিব বর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৩:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

    “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল”এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ জানুয়ারী সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কংশপুরা ছাত্র-যুবক ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মোঃ শাহজাহানের সভাপতিত্বে রাজিব হাসানের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন।

    এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু, সাবেক সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ আঃ মান্নান কোম্পানি , লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিমউদদীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ,সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর, লতব্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবর,লতব্দী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মীর মাজহারুল, সাধারন সম্পাদক নাজমুল হাসান,সহসভাপতি শ্যামল মোল্লা, সহসভাপতি কারীমুল্লা, শেখ রাসেল জাতীয় ব্যাডমিন্টন ২০২০ চ্যাম্পিয়ান শেখ ফাহমিদা ছোয়া প্রমুখ।এ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ইয়াং ষ্টার ও রয়েল ষ্টারের মাঝে অনুষ্ঠিত হয়। রয়েল ষ্টারকে হারিয়ে ইয়াং ষ্টার বিজয়ী পুরস্কার গ্রহন করেন। টুর্ণামেন্ট পরিচালনা করেন শেখ ফরিদ বাদল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ