• ময়মনসিংহ বিভাগ

    সরিষাবাড়ীতে ছাগল চুরি করে জবাই

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৩:২৪:৩৫ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    জামালপুর সরিষাবাড়ীতে পৌর এলাকার বলার দিয়ার পূর্ব পাড়া গ্রামে মোঃ আবজাল হোসেন নামে এক ব্যক্তি গোয়াল ঘর থেকে সোমবার রাতে আধারে গাভীন দুইটি ছাগল জবাই করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুরার বাড়ী এলাকার আব্বাস কসাইয়ের ছেলে মামুন(২৫), আফসার আলী ছেলে রাকিব (১৬), বাবলু মিয়া ছেলে সাদ্দাম (১৫) এ ৩(তিন) জনকে আটক করেছেন সরিষাবাড়ী থানা পুলিশ। ছাগলের মালিক মোঃ আবজাল হোসের ও তার স্ত্রী মোছাঃ আলেয়া বেগম জানান আনুমানিক রাত ১১ টা দিকে ঘরের পাশে গোয়াল ঘর থেকে ছাগলে আওয়াজ শুনতে পাই।

    তার কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরের গিয়ে দেখি দরজা খোলা ভিতরে ছাগল নেই। তখনি বাড়ির চারপাশের মানুকে ডাকাডাকি করলে সবাই এসে খোজাখুজি শুরু করে। অনেক ক্ষন খোজাখুজির পর গোয়াল ঘর থেকে একটু দুরে গোরস্থানে পাশে রক্ত দেখা যায়।পরবর্তীেত সবাই মিলে অনেক খোজাখুজির পর ছাগলের কোন সন্ধান পাওয়া যায়নি।পরবর্তীতে মঙ্গলবার সকাল ৯.০০ টা দিকে ছাগলের মালিক আবজাল হোসেনের ছোট ভাইকে ডোয়াইল ইউনিয়নের চৌকিদার নীরমল জানান খালেকের মোড় এলাকা থেকে গতকাল রাতে জবাই করা দুইটি ছাগল সহ ৩(তিন) জনকে গ্রেফতার করেছে

    সরিষাবাড়ী থানা পুলিশ ।এব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাফর আলী খান জানান , নিয়মিত টহল চলাকালে রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া খালেকের মোড় এলাকায় বস্তাসহ তিনজনকে দেখে সন্দেহ হয়। এসময় বস্তা খুলে দুটি জবাইকৃত ছাগল সহ তাদেরকে আটক করা হয়।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, আটককৃত তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাগল দুটি চুরি ও জবাইয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ