• আমার দেশ

    দেশের কঠিন মুহুর্তে এনজিও সংস্থাগুলো কোথায়, তাদের নিবন্ধন বাতিল করা হোক

      প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ৯:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ইসলাম ডেস্কঃ

    দেশে তিন লক্ষাধিক এনজিও সংস্থা আছে। দারিদ্রতা বিমোচন, শিক্ষা ও চিকিৎসা সেবা এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করার চমকপ্রদ স্লোগানে এরা জনগণের রক্ত শুষে গরিব অসহায় মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আশা, ব্র্যাকসহ অনেক এনজিও অসহায় মানুষের কাছ থেকে নেওয়া সুদের টাকায় বিশাল বিশাল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

    সিলেট সুনামগঞ্জের মানুষ মানবেতর জীবনযাপন করছে। খেটে খাওয়া দিনমজুর, কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি-মজুর আজ মারাত্মক সঙ্কটে। ঘরবাড়ি নেই, ঘরে চাল ডাল নেই, নাই ছেলে সন্তানদের মুখে তুলে দেবার মত কোন আহার। বানভাসী অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে।

    জাতির এই চরম সংকটে এনজিও সংস্থাগুলোর ভূমিকা কী?
    তারা সেবার ছদ্মাবরণে অসহায় মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করেছে। তাই এসব এনজিও সংস্থাগুলোর নিবন্ধন পুনর্বিবেচনা করা হোক। যারা সেবার নামে ব্যবসা করছে তাদের নিবন্ধন বাতিল করা হোক। যারা সেবার ছদ্মাবরণে ধর্মপ্রাণ মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ