• ময়মনসিংহ বিভাগ

    শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪৩:০২ প্রিন্ট সংস্করণ

    মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধি:

    “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী থানার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু তাহেরসহ অন্যান্যরা। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে মাদক, জুয়া ও বাল্য বিবাহসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডকে প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। এসময জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ