• ময়মনসিংহ বিভাগ

    শেরপুরে মাদকের অপব্যবহার রোধে সামাজিক কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ১২:৩৫:১৮ প্রিন্ট সংস্করণ

    মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধি:

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে, জেলা প্রশাসন শেরপুরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য, গতকাল মঙ্গলবার শেরপুর সার্কিট হাউসে এর সম্মেলন কক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর মহোদয়। এছাড়াও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ, ও রাজনৈতিক নেতৃবৃন্দ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ